দেশের সব মহাসড়কে বিজিবি’র টহল
প্রকাশিতঃ 1:21 am | October 31, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বিএনপি ও জামায়াতের টানা ৩ দিনের অবরোধ কর্মসূচিতে নাশকতা ঠেকাতে দেশের সব মহাসড়কে টহল শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩০ অক্টোবর) রাত থেকেই শুরু হয়েছে এ টহল।
এছাড়া পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
বিজিবি সদর দপ্তর জানায়, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ মহাসড়কে বিজিবি’র টহল চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে মোতায়েন থাকবে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি প্লাটুন।
কালের আলো/এমএএইচইউ