আহত পুলিশ সদস্যদের দেখতে ঢামেকে ডিএমপি কমিশনার

প্রকাশিতঃ 12:08 am | October 31, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীতে বিএনপির সমাবেশে আহত পুলিশ সদস্যদের দেখতে ঢাকা মেডিকেলে গিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এ সময় আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের স্বজনদের সাথে কথা বলেন তিনি।

সোমবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।

প্রথমে পুরাতন ভবনের আইসিইউতে থাকা পুলিশ সদস্য (নায়েক) আব্দুর রাজ্জাক চিকিৎসার খোজ খবর নেন। পরে হাসপাতালে ভিবিন্ন ওয়ার্ডে থাকা আরো দুই পুলিশ সদস্যার পাশাপাশি সমাবেশের ঘটনায় আহত আনসার সদস্যর খোঁজখবর নেন।

কমিশনার হাবিবুর রহমান প্রতিটি ওয়ার্ডে গিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন পাশাপাশি তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। শুরু থেকেই তাদের চিকিৎসায় সার্বিক সহযোগিতা করে যাচ্ছে ডিএমপি।

তিনি আহত পুলিশ সদস্য ও স্বজনদের বলেন, চিকিৎসার প্রয়োজনে যদি বিদেশে নিতে হয় সেখানে নিয়ে আপনাদের চিকিৎসা করা হবে আপনারা কেউ চিন্তা করবেন না।

এদিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা পুলিশ সদস্যদের ডিএমপি কমিশনারের পক্ষে বিশেষ খাদ্যসামগ্রী ও পুষ্টিকর ফলমূল পৌঁছে দিয়েছেন ডিএমপির কল্যাণ ও ফোর্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সামিরা সুলতানা ও সহকারী পুলিশ কমিশনার রাজিব গাইন।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে কলা, মালটা, লেবু, পেয়ারা, আঙ্গুর ও পেঁপেসহ বিভিন্ন মৌসুমি ফলমূল।

প্রসঙ্গত, শনিবার সমাবেশের অনুমতি নিয়ে কাকরাইল, ফকিরাপুল, বিজয়নগরসহ আশপাশ এলাকায় বিএনপি আগুন দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে জনগণের আতংক সৃষ্টি করে। বিএনপি নেতাকর্মীরা এক পুলিশ সদস্যকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। তাদের হামলায় একশতর উপর পুলিশ সদস্য ও ৩৫ জন সাংবাদিক আহত হন।

কালের আলো/ডিএস/এমএম

Print Friendly, PDF & Email