গাজায় নিহত বেড়ে ৮ হাজার
প্রকাশিতঃ 10:44 am | October 29, 2023

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে আট হাজার হয়েছে। এই নিহতদের মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু। ৭ অক্টোবর থেকে শুরু হয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসন আজ ২৩তম দিনে গড়িয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে আট হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই নিহতদেরে মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু।
এ দিকে ইসরায়েল জানিয়েছে, হামাসের হামলায় এক হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার রাতে সাংবাদিকদের বলেন, আমরা যুদ্ধের দ্বিতীয় পর্যায় শুরু করেছি। এ পর্যায়ে আমাদের লক্ষ্য হলো হামাসকে এবং তাদের সামরিক সক্ষমতা ধ্বংস করা। জিম্মিদেরকে দেশে ফিরিয়ে আনা।
সূত্র: এনডিটিভি
কালের আলো/এমএইচ/এসবি