সম্প্রীতির বন্ধন অটুট রেখে পথ চলার আহ্বান সালাম মূর্শেদী এমপি’র
প্রকাশিতঃ 10:56 pm | October 24, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
বিজয়া দশমীর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের পাঁচ দিনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) চোখের জলে দেবীকে বিদায় জানানোর দিনে খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট, বারাকপুর, দিঘলিয়া ও সেনহাটি ইউনিয়নের বিভিন্ন পুজা মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে পারস্পরিক সম্প্রীতির বন্ধুন অটুট রেখে পথ চলতে সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় অর্থনৈতিকভাবে সমৃদ্ধ আত্নমর্যাদাশীল জাতি গঠনে এগিয়ে চলেছি দুর্বার গতিতে।’
জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রত্যেকটি সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রোরেল, ফোরলেন সড়কসহ যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কারণেই দেশের মানুষ আজ নিরাপদে আছে জানিয়ে স্থানীয় এ সংসদ সদস্য বলেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সাধারণ জনগণ আওয়ামী লীগকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়।’
দিনব্যাপী ৪ টি ইউনিয়নের পূজা মন্দির পরিদর্শনকালে সংসদ সদস্যের সফর সঙ্গী হিসেবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, গাজীরহাট ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম ঠান্ডু, বারাকপুর ইউপি চেয়ারম্যান সাহগীর হোসেন পাভেল, সেনহাটী ইউপি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, সাবেক জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি কামাল উদ্দিন সিদ্দিকী হেলাল, কাজী মোশারফ হোসেন প্রমুখ।
কালের আলো/ডিএস/এমএম