ওয়ার্ডের উন্নয়নে এলাকাবাসীর সহযোগিতা চাইলেন মেয়র আতিক

প্রকাশিতঃ 4:48 pm | October 16, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৮টি ওয়ার্ডকে আধুনিক নগর করা হবে বলে জানিয়ে এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

তিনি বলেছেন, আমি এলাকাবাসীর সহযোগিতা চাই। আপনারা রাস্তা ছেড়ে দিন। আমরা রাস্তাগুলোকে ২০ ফিট করবো। এখন ডেঙ্গুর সময় চলছে। আপনারা সবাই তিনদিনের জমা পানি একদিনে ফেলে দিন। আমরা আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় নিয়ে আসবো।

সোমবার (১৬ অক্টোবর) ডিএনসিসি’র ৪৪-৪৭ নং ওয়ার্ডের চলমান কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

মেয়র বলেন, ২১ বছর ধরে বিএনপি-জাতীয় পার্টি ক্ষমতায় ছিল। তারা ওয়ার্ডগুলোকে আধুনিকায়ন করার চিন্তাও করেনি। ১৮টি ওয়ার্ড অবহেলিত ছিল। এখন ১৮টি ওয়ার্ডের প্রত্যেকটি রাস্তাকে আধুনিকায় করা হবে। ওয়ার্ডের কাজগুলো বাংলাদেশ সেনাবাহিনী করছে। তারা খুব সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। তারা কোয়ালিটি সম্পূর্ণ কাজ করে। শেখ হাসিনা বলেছেন কাজের কোয়ালিটি সঠিকভাবে করতে হবে।

তিনি বলেন, এখানে বৃষ্টি হলে বিভিন্ন বাড়িতে পানি উঠে যায়। এখানে যারা দায়িত্বে ছিলেন তারা শুধু রাস্তা করতো কিন্তু কোনো ড্রেন করতো না। মানুষকে জনদুর্ভোগ থেকে মুক্তি দিতে আমরা ১৮টি ওয়ার্ডকে আধুনিকায়ন করবো। গত কয়েকদিন আগে স্মরণকালের বৃষ্টি হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা কাজ করার চেষ্টা করবো।

তিনি আরও বলেন, শেখ হাসিনা বলেছেন, আজমপুর, আব্দুল্লাহপুর ও কসাইবাড়ি রেললাইনে তিনটি ফ্লাইওভার করা হবে। গুলশান, বনানীর রাস্তায় চাইনিজ লাইট ব্যবহার করা হয়েছে কিন্তু আমরা এই ওয়ার্ডগুলোর রাস্তায় ইউরোপীয়ান লাইট ব্যবহার করবো। এখন ১৮টি ওয়ার্ডের কাজ চলমান রয়েছে। ২৬ হাজার কোটি টাকার প্রকল্প করা হচ্ছে।

মেয়র বলেন, যেসব ওয়ার্ডগুলোতে খেলার মাঠ, মসজিদ নাই আমার প্রত্যেক ওয়ার্ডের খাস জমিগুলোতে খেলার মাঠ এবং মসজিদ তৈরি করে দিবো। আমরা অলরেডি এগুলো তৈরি করার জন্য নকশাও করে ফেলেছি।

এতে আরও উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৫ নম্বর ওয়ার্ডের কমিশনার মো. জয়নাল আবেদিন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য শেখ আব্দুল্লাহ ওয়াসেদ, ঢাকা উত্তরখান থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রাসেল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহাবুব হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.সেলিম রেজা, ইঞ্জিনিয়ারিং ব্রিগে. মেজর সৌমিক ইসলাম, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিব হাসান প্রমুখ।

কালের আলো/এসবি/এমএম

Print Friendly, PDF & Email