দারিদ্র্য বিমোচনে সামাজিক সুরক্ষা খাতকে অগ্রাধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী : সালাম মূর্শেদী এমপি
প্রকাশিতঃ 7:47 pm | October 14, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
দেশে দারিদ্র্য বিমোচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক সুরক্ষা খাতকে বিশেষ অগ্রাধিকার দিয়েছেন বলে মন্তব্য করেছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। তিনি বলেন, ‘সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অস্বচ্ছল প্রতিবন্ধী ছাড়াও বয়স্ক ভাতা, স্বামী নিগৃহীতা, বিধবা, দরিদ্র মায়ের মাতৃত্বকালীন ভাতা, শহীদ পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও সম্মানী ভাতা, হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ভাতা পাচ্ছেন।’
শনিবার (১৪ অক্টেবর) সকাল সাড়ে ১১টার দিকে তেরখাদা উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয়, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের আয়োজনে বর্তমান সরকারের গৃহীত সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সকল ধরণের ভাতাভোগীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অস্বচ্ছল মানুষের ভাগ্যোন্নয়নে নিরলস পরিশ্রম করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ উপহারে সামাজিক বেষ্টনীর আওতায় ভাতার সংখ্যা ব্যাপক হারে সম্প্রসারণ করেছেন উল্লেখ করে সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন, গত বাজেটে নতুন করে যে ৭.৩৫ লাখ মানুষ সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় এসেছেন। তন্মধ্যে প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা বেড়েছে ৫.৩৫ লাখ। এছাড়া, বয়স্ক ভাতা ও বিধবা ভাতার উপকারভোগীর সংখ্যাও বাড়ছে এক লাখ করে।
তিনি বলেন, ২০২২-২৩ অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে ১ লাখ ১৩ হাজার ৫৭৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ ১১ শতাংশ বেড়েছে।
আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশে অভাবনীয় উন্নয়ন সাধিত হয় মন্তব্য করে সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী আরও বলেন, ‘শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশের উন্নয়নের চাকা সচল রয়েছে। দেশের মানুষ আজ একটি স্বর্ণ যুগ অতিক্রম করছে। বাংলাদেশ এখন বিশ্বে মর্যাদাশীল আসনে অধিষ্ঠিত হয়েছে।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া সুলতানা এ্যানি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তেরখাদা সদর ইউনিয়নের চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, অধ্যক্ষ ফ ম আব্দুল সালাম, সেনহাটী ইউপি চেয়ারম্যান মো. জিয়া গাজী, উপজেলা প্রকৌশলী শেখ ওয়ালিদ ইবনে হাসান।
পরে খুলনা-৪ আসনের সংসদ সদস্য তেরখাদা উপজেলার হাড়িখালী আর এন্ড এইচ-পাতলা হাট সড়কের মেরামত কাজের উদ্বোধন করেন।
কালের আলো/এনএল/বিএসবি