নাহিদ-ইনু আউট, দীপু মনি-হাছান মাহমুদ ইন
প্রকাশিতঃ 4:46 pm | January 06, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
মন্ত্রিসভায় চমক থাকবে- এ ঘোষণা আগেই দিয়েছিলেন আওয়ামীল লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে সরানো সেই চমকের একটি অংশ।
২০০৮ সালের মন্ত্রিপরিষদের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এবার পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। একই মন্ত্রণালয়ের উপমন্ত্রী হয়েছেন চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেলকে। প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রিত্ব পেলেন এই তরুণ।
২০০৮ সালের মন্ত্রিপরিষদের বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ এবার পেয়েছেন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব।
রোববার (৬ জানুয়ারি) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ এ তথ্য জানায়।
প্রশ্নফাঁস ইস্যুতে বিগত পাঁচ বছরজুড়েই সমালোচিত ছিলেন শিক্ষামন্ত্রী নাহিদ। হাসানুল হক ইনুও সমালোচিত হয়েছেন বিতর্কিত নানা পদক্ষেপের কারণে।
কালের আলো/এএ/এমএইচএ