হামাস-ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় যুদ্ধক্ষেত্র

প্রকাশিতঃ 11:14 am | October 08, 2023

কালের আলো ডেস্ক:

ইসরায়েলে স্বাধীনতাকামী ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের ব্যাপক অতর্কিত রকেট হামলায় দুই শতাধিক ইসরায়েলি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। অন্যদিকে শনিবারের এই হামলার জবাবে উপকূলীয় এলাকা গাজায় ইসরায়েলের প্রচণ্ড বিমান হামলায় ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা পৌঁছেছে ২৩২ জনে আর আহত হয়েছে এক হাজার ৭০০’র মতো বেসামরিক নাগরিক। খবর এএফপির।

হামাসের হামলার জবাবে স্থল, আকাশ ও নৌপথে আগ্রাসী হামলা শুরু করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকায় হামাসের লক্ষ্যবস্তুগুলোকে ধ্বংসস্তুপে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, রাতভর দেশটির অন্তত ২২টি এলাকায় ইসরায়েলি বাহিনী ও শতশত হামাস যোদ্ধার মধ্যে বন্দুকযুদ্ধ চলেছে। দুটি স্থানে হামসের বন্দুকধারীরা বেশ কয়েকজন ইসরায়েলিকে জিম্মি করেছে। এ সময় প্রায় তিন হাজার রকেট হামলা চালায় হামাস।

গতকাল শনিবার (৭ অক্টোবর) শুরু হওয়া এই রকেট হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সকালে বিস্মিত ইসরায়েলিদের বলেন, ‘আমরা যুদ্ধে জড়িয়ে পড়েছি।’ ১৯৭৩ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর এবারই সর্বাত্মক পাল্টাপাল্টি হামলায় জড়ালো ফিলিস্তিন ও ইসরায়েল।

এদিকে, মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রোববার (৮ অক্টোবর) এক জরুরি বৈঠক ডেকেছে।

কালের আলো/ডিএসবি/এমকেএস