নিষেধাজ্ঞার পর সারাদেশে যান চলাচল স্বাভাবিক
প্রকাশিতঃ 10:51 am | December 31, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
রাজধানী ঢাকাসহ সারাদেশে স্বাভাবিক রয়েছে যান চলাচল। একাদশ জাতীয় সংসদের ভোট গ্রহণ উপলক্ষে রোববার যন্ত্র চালিত সকল যান ও চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল করেছিল নির্বাচন কমিশনের (ইসি)।
কিন্তু নির্বাচন শেষ হওয়ার পর রোববার গভীর রাতেই শেষ হয়েছে ইসির নিষেধাজ্ঞার মেয়াদ।
ফলে আজ সকাল থেকে রাজধানীসহ দেশের সড়ক ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
তবে মোটরসাইকেলের ওপর নিষেধাজ্ঞার সময়সীমা এখনো বলবৎ থাকায় অনুমোদিত ছাড়া অন্যগুলো এখনো চলতে পারছে না।
রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে সকল প্রকার নাশকতা ঠেকাতে তৎপর ছিল ইসি। এরই ধারাবাহিকতায় শনিবার দিবাগত রাত ১টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত সবধরনের যন্ত্রচালিত যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইসি।
নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হওয়ার সারা দেশে যান যানবাহন স্বাভাবিক রয়েছে। আজ রাজধানী ঢাকার সড়কগুলোতেও বাস, প্রাইভেটকার ও স্কুটারসহ প্রচুর যানবাহন চোখে পড়ছে।
তবে শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত মোটর সাইকেলের চলাচলের ওপর নিষেধাজ্ঞা এখনো কার্যকর রয়েছে। তাই নির্বাচন কমিশনের স্টিকার পাস এবং আরও কিছু ব্যতিক্রম ছাড়া কোনো ধরনের মোটরসাইকেল চলাচল করতে পারবে না।
তবে আজ মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। ফলে আগামীকাল মঙ্গলবার থেকে ঢাকাসহ সারা দেশে মোটর সাইকেল চলতে থাকছে না কোনো বাধা।
কালের আলো/এএ/এমএইচএ