টাইগারদের দারুণ বোলিংয়ে দিশেহারা আফগানরা

প্রকাশিতঃ 2:54 pm | June 15, 2023

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

ঘরের মাঠে একমাত্র টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৩৮২ রান সংগ্রহ করেছে স্বাগতিক বাংলাদেশ। এরপর সফরকারী আফগানিস্তান দল ব্যাটিংয়ে নেমে টাইগারদের বোলিং তোপের মূখে পড়েছে। ফলে দিশেহারা আফগানরা ব্যাটিং বিপর্যয়ে পড়ে এরই মধ্যে ৮ উইকেট হারিয়ে রীতিমত ধুঁকছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান করেছে আফগানিস্তান। লোয়ার অর্ডারে করিম জানাত ২১ ও নিজাত মাসুদ ০ রানে অপরাজিত থেকে চা বিরতিতে গেছেন। বাংলাদেশের হয়ে বোলিংয়ে একাই ৪ উইকেট নিয়েছেন পেসার এবাদত হোসেন।

কালের আলো/এমএইচ/এসবি