তাসকিনের জন্য অপেক্ষায় টাইগার কোচ

প্রকাশিতঃ 12:41 pm | June 13, 2023

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

হোম ভেন্যুতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন তাসকিন আহমেদ। আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার পেয়েছিলেন তিনি। তবে সফরকারীদের বিপক্ষে একমাত্র টেস্টে ইনফর্ম এ পেসারের সার্ভিস পায়নি টাইগাররা।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলার সময়ই সাইড স্ট্রেইনের চোটে পড়েন তাসকিন। এরপর সুস্থ হওয়ার জন্য দিন কয়েক সময় পেলেও চোট থেকে সেরে উঠতে পারেননি তিনি। যে কারণে বাদ পড়েন আইরিশদের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ থেকেও।

এদিকে চোটের ঝুঁকি এড়াতে দীর্ঘ পরিসরের ক্রিকেটেই তাকে না খেলানোর পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। এমনকি ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খুব প্রয়োজন না হলে, তাসকিনকে না খেলানোরই কথা। মূলত দলের সঙ্গে রেখে পরিচর্যা করার জন্যই তাকে (তাসকিন) স্কোয়াডে রাখা হয়।

তবে আফগানদের বিপক্ষে সফরের একমাত্র টেস্টের আগে টাইগারদের পেস ইউনিটের এ সেনসেশন তৈরি বলে জানিয়েছেন, হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগারদের কড়া এ হেডমাস্টারের দাবি, পুনর্বাসন প্রক্রিয়া শেষে তৈরি এই পেসার।

হাথুরুর ভাষ্য, তাসকিন আসলে সত্যি খুব খুব ভালো অনুশীলন করেছে, পুনর্বাসনের সময়টাতে। সে সেরা অবস্থায় আছে, যেটা আমরা দেখেছি। যদি আমরা তাকে খেলাতে চাই, তাহলে সে তৈরি আছে। ওর এখন কোনো ইনজুরি নেই। বোলিংয়ের ওয়ার্কলোডটা এই সময়ে একটু চিন্তার বিষয়। তাকেও আমরা আজকের অনুশীলনের পর দেখবো।

কালের আলো/এমএএইচইউ