আনসারদের অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালনের নির্দেশ ডিজির

প্রকাশিতঃ 4:31 pm | June 08, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ প্রেমে উদ্বুদ্ধ থেকে বাহিনীর সুনাম এবং ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে আনসার সদস্যদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক।

তিনি বলেছেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান, মেধা, শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আপনারা অনন্য উচ্চতায় নিয়ে যাবেন।

বৃহস্পতিবার (৮ জুন) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার ভিডিপি অ্যাকাডেমিতে ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে ২৩তম ব্যাচ নবীন ব্যাটালিয়ন আনসারদের ছয় মাসের মৌলিক সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে আনসার ডিজি এসব কথা বলেন।

এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক। অনুষ্ঠানে সুসজ্জিত খোলা সবুজ জিপে প্রধান অতিথি প্রতিটি কন্টিনজেন্ট পরিদর্শন করেন।

পরে প্যারেড কমান্ডারের নেতৃত্বে কন্টিনজেন্টগুলো ছয় সারিতে মার্চ-পাস্ট করে প্রধান অতিথিকে অভিবাদন জানান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক খোন্দকার ফরিদ হাসান।

এছাড়া অ্যাকাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট, উপ-মহাপরিচালক ও বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিজ নিজ ধর্মগ্রন্থের দিকে হাত তুলে দৃঢ় মনোবলে বাংলাদেশের সংবিধানের প্রতি অটল থেকে দেশ ও দেশের মানুষের সেবায় নিজের জীবন উৎসর্গ করার শপথ গ্রহণ করেন প্রশিক্ষণার্থীরা।

এ সময় শ্রেষ্ঠ প্রশিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন মেজর জেনারেল একেএম আমিনুল হক।

মোট ৪৭৯ জন নবীন ব্যাটালিয়ন আনসার প্রশিক্ষণার্থীর মধ্যে ড্রিলে শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেন মুরাদ হোসেন রাহাদ, ফায়ারিং-এ সেরা মো. সেলিমুজ্জামান সেতু ও সব মিলিয়ে চৌকস প্রশিক্ষণার্থীর পুরস্কার লাভ করেন খোদা বক্স মৃধা।

কালের আলো/বিএএ/এমএম

Print Friendly, PDF & Email