শেরে বাংলায় লিটন ঝড়, ফিরলেন তামিম
প্রকাশিতঃ 5:36 pm | December 20, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবিয় অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট। ফলে শেরে বাংলায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করতে নেমেছে স্বাগতিকরা। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল ৫টায়
বাংলাদেশের উদ্বোধনী জুটিতে নামেন তামিম ইকবাল এবং লিটন দাস। ৪.১ ওভারেই দুজনের জুটিতে আসে ৪২ রান। তৃতীয় ওভারের প্রথম বলে জীবন পেলেও বেশিক্ষণ টিকতে পারেননি তামিম। ইনিংসের পঞ্চম ওভারে ফ্যাবিয়ান অ্যালেনের স্পিনে ক্যাচ দিয়ে বিদায় নেন। বিদায়ের আগে তামিম ১৬ বলে এক বাউন্ডারিতে করেন ১৫ রান।
টেস্ট ও ওয়ানডের সফল সমাপ্তির পর টি-টোয়েন্টি সিরিজের শুরুতে ধাক্কা খায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেটের প্রথম ম্যাচে ক্যারিবীয় ঝড়ে উড়ে গেছে সাকিববাহিনী। তবে তিন ম্যাচ সিরিজে দ্বিতীয়টি জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। এরই লক্ষ্যে মাঠে নেমেছে স্বাগতিকরা।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, আরিফুল হক, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল, কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), কেমো পল, ফ্যাবিয়ান অ্যালেন, ওশানে টমাস, শেলডন কোটরেল।
কালের আলো/এএ/এমএইচএ