ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীতে সিজিডিএফ’র মিলাদ ও দোয়া মাহফিল

প্রকাশিতঃ 10:07 pm | May 09, 2023

কালের আলো ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করেছে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ)।

মঙ্গলবার (০৯ মে) ঢাকার সেগুনবাগিচাস্থ কমিশনার কমপ্লেক্স সরকারী জামে মসজিদে বাদ জোহর এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও মিলাদে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স মোহাম্মদ গোলাম ছরওয়ার ভূঁঞাসহ সিজিডিএফ কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

কালের আলো/ডিএস/এমএম