আকস্মিক নির্মাণাধীন ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, নিয়ম ভাঙলে ব্যবস্থা
প্রকাশিতঃ 8:27 pm | May 07, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
উত্তরা ও মোহাম্মদপুর এলাকার কয়েকটি নির্মানাধীন ভবন পরিদর্শন করেছেন রাজউকের চেয়ারম্যান মো: আনিছুর রহমান মিঞা।
রোববার (০৭ মে) সকাল ৯ থেকে দুপুর পর্যন্ত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জোন ৩-এর একটি টিমকে সঙ্গে নিয়ে নির্মাণাধীন বিভিন্ন ভবন পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে নির্মানাধীন ভবনসমূহের নকশার সঙ্গে কাজের কোনো অনিয়ম আছে কি-না তা খতিয়ে দেখেন রাজউকের চেয়ারম্যান।
এ সময় রাজউক চেয়ারম্যান বলেন, আমি পাঁচটি ভবন পরিদর্শন করেছি। এই পাঁচটি ভবনে কোন অনিয়ম চোখে পড়েনি। তাই তাদের ধন্যবাদ দিয়েছি, নির্মানাধীন ভবনগুলো অনুমোদিত নকশা অনুযায়ী কাজ হচ্ছে বলেও জানান তিনি।
তিনি বলেন, নির্মাণাধীন ভবনগুলো দেখভালের দায়িত্বে যারা আছেন, তারা যেন সঠিকভাবে দায়িত্ব পালন করেন সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া যারা অনিয়ম করছেন হোক রাজউক অথবা বিল্ডিং কর্তৃপক্ষ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঝুঁকিপূর্ণ কোনো বিল্ডিং তৈরি করা থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।

তিনি আরও বলেন, প্রতিদিনই আমাদের লোক পরিদর্শন করে থাকে। আজ সিনিয়র কর্মকর্তাদের নিয়ে বেরিয়েছি, যাতে কেউ কোনো ধরনের অনিয়ম না করতে পারে। এমন পরিদর্শন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার, ৩/১ জোনের অথরাইজড অফিসার হাসানুজ্জামান, ইঞ্জিনিয়ার মেজর শামসুদ্দিনসহ রাজউকের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালের আলো/ডিএস/এমএইচএ