আজমত উল্লার ব্যাখ্যায় অত্যন্ত সন্তুষ্ট: সিইসি
প্রকাশিতঃ 7:20 pm | May 07, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের যে ব্যাখ্যা দিয়েছেন, তাতে সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমরা উনার বক্তব্যে প্রাথমিকভাবে অত্যন্ত সন্তুষ্ট।
রোববার (৭ মে) ইসির সভাকক্ষে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করেন আজমত উল্লা। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার। বিকেল তিনটার দিকে নির্বাচন ভবনে সিইসি ও অন্য নির্বাচন কমিশনারদের উপস্থিতিতে আজমত উল্লা খানের বক্তব্য নেওয়া হয়। আধা ঘণ্টা ধরে এ শোকজের বক্তব্য শুনে সিইসি সাংবাদিকদের ব্রিফিং করে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, আজমত উল্লা খান অত্যন্ত বিনয়ের সঙ্গে দুঃখ প্রকাশ করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন ভবিষ্যতে ভুল করবেন না। কিছু ভুল হয়েছে অজ্ঞাতসারে আর যে সভাটি করেছিলেন, সেটি সিটি করপোরেশন এলাকার বাইরে হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে আজমত উল্লা খান বলেছেন, ওই দিন অনেক কাউন্সিলর প্রার্থীও মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আওয়ামী লীগের প্রার্থী আচরণবিধি ভেঙেছেন কি না, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘কমিশন কোনো সিদ্ধান্ত নেয়নি। তাঁর বক্তব্য বিবেচনা করে দেখা হবে। তিনি একজন স্থানীয় নেতা, তিনি বিনয়ের সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন।’
আজমত উল্লা খান দুঃখ প্রকাশ করেছেন কেন, এমন প্রশ্নে সিইসি বলেন, ‘এত প্রশ্নের তো দরকার নেই।’ সিইসি জানান, যদি আচরণবিধি ভঙ্গ হয়ে থাকে, সে জন্য আজমত উল্লা খান দুঃখ প্রকাশ করেছেন।
আজমত উল্লা খান সাংবাদিকদের বলেন, তিনি নির্বাচন কমিশনের কাছে তাঁর অবস্থান পরিষ্কার করেছেন। তিনি কোনো নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেননি। কমিশন থেকে যে সিদ্ধান্তে আসবে, তিনি মেনে নেবেন। তিনি আচরণবিধি ভাঙেননি, তবে ভবিষ্যতে আচরণবিধি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন।
কালের আলো/ডিএস/এমএম