রাজউকের নিজস্ব কোনো সার্ভার নেই: রাজউক চেয়ারম্যান

প্রকাশিতঃ 8:39 pm | May 04, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা। তিনি বলেন, গণমাধ্যমে কিছু তথ্য প্রচার করা হচ্ছে যে রাউজকের সার্ভার হ্যাকড হয়েছে। বলা হচ্ছে, ১৫ দিন রাউজকের সার্ভার হ্যাকারের দখলে ছিল। প্রকৃত তথ্য হলো— রাউজকের কোনো সার্ভার নেই।

বৃহস্পতিবার (৪ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বারবার অগ্নিদুর্ঘটনার কারণ: প্রতিরোধে করণীয়’ শীর্ষক নগর সংলাপে তিনি এসব কথা বলেন। নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম আয়োজিত সংলাপে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অমিতোষ পাল। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সোহেল মামুন।

আনিছুর রহমান মিঞা বলেন, আমাদের ডাটা থাকে গাজীপুরের কালিয়াকৈরে মেগা ডাটা সেন্টারে। সেখানেই আমাদের ডাটা সংরক্ষণ করা হয়।

গণমাধ্যমকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের যেখানেই অসঙ্গতি পাবেন, আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করেন। আমরা সমাধান করব। আপনাদের (গণমাধ্যমকে) আমরা কাছে চাই। কাজগুলো এগিয়ে নিতে চাই।

সার্ভার থেকে গায়েব হওয়া ভবন নির্মাণের অনুমোদনসংক্রান্ত ৩০ হাজার নথির মধ্যে ২৬ হাজার ৭৭৭টি নথি উদ্ধার করা হয়েছে জানিয়ে রাউজক চেয়ারম্যান বলেন, এরমধ্যে ২২ হাজার নথি আর্কাইভ করা অর্থাৎ প্লান নিষ্পত্তি হওয়া। সবগুলোর হার্ড কফি আছে। তার মানে ত্রিশ হাজারের ২২ হাজার বাদ। বাকিগুলোর জন্য কাজ চলমান রয়েছে।

তিনি আরও বলেন, হ্যাকড কেন হলো, কারণ অনুসন্ধানে আমরা বুয়েটকে চুক্তি করেছি, তারা তদন্ত করেছে। সাইবার ক্রাইমে মামলা করেছি, তারা তদন্ত করছে। কম্পিউটার কাউন্সিলের এক্সপার্ট টিম আছে, তারা তদন্ত করছে, যা প্রায় শেষ পর্যায়ে।

প্রসঙ্গত, গত বছরের ৬ ডিসেম্বর খবর আসে রাজউকের সার্ভার থেকে ভবন নির্মাণের অনুমোদনসংক্রান্ত প্রায় ৩০ হাজার গ্রাহকের আবেদনের নথিপত্র গায়েব হয়ে গেছে। এরপর চলতি বছরের ২ জানুয়ারি নথি গায়েবের ঘটনায় রাজউকের কাছে ব্যাখ্যা চায় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ।

কালের আলো/বিএএ/এমএম