নারীর ক্ষমতায়নেও কার্যকর ভূমিকা পালন করছে পুনাক : সভানেত্রী

প্রকাশিতঃ 8:21 pm | March 15, 2023

কালের আলো প্রতিবেদক:

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন ও শুভেচ্ছা উপহার বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) বরিশাল জেলা শাখা।

বুধবার (১৫ মার্চ) বিকালে এ উপলক্ষে বরিশাল জেলা পুনাক কার্যালয় চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বরিশাল জেলা পুনাকের সভানেত্রী তাহমিনা জয়নব প্রীতির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিট পুলিশের পুনাক সভানেত্রী সোনিয়া ইসলাম। অনুষ্ঠানে বরিশাল রেঞ্জের বিভিন্ন ইউনিটে কর্মরত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সহধর্মিনী এবং পুনাকের সদস্যারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী বলেন, পুনাক নিজস্ব গন্ডির বাইরে বেরিয়ে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। এছাড়া, বৃহত্তর পরিসরে নারীর ক্ষমতায়নেও কার্যকর ভূমিকা পালন করছে।

তিনি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সেলাই মেশিন ও শুভেচ্ছা উপহার বিতরণ করেন।

এছাড়া পুনাক সভানেত্রী বরিশাল মেট্রোপলিটন পুলিশ পুনাক কার্যালয় পরিদর্শন এবং পুনাক সদস্যাদের সাথে মতবিনিময় করেন।

কালের আলো/আরএসবি/এমএম