স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ হবে ময়মনসিংহে : ওবায়দুল কাদের

প্রকাশিতঃ 9:51 pm | March 10, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহে স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমার ধারণা স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ আগামীকাল সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকটের কথা বলবেন, সমাধানের কথা বলবেন। সমস্যার কথা বলবেন এবং উত্তরণের উপায় সম্পর্কে বলবেন। আগামী দিনের জন্য বার্তা দেবেন। কী করণীয় সে সম্পর্কে বলবেন। আগামী নির্বাচনের জন্য বার্তা দেবেন।

শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ২০১৮ সালের নির্বাচনের আগে আমদের যে ইশতেহার ঘোষণা করা হয়েছিল, তার বেশিরভাগ বাস্তবায়ন করেছি। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই- এটাই হবে ময়মনসিংহের জনসভার মূল বার্তা।

তিনি বলেন, আওয়ামী লীগের আমলে ময়মনসিংহে ব্যাপক উন্নয়ন হয়েছে, যেদিকে তাকাই সেদিকেই শুধু উন্নয়ন আর উন্নয়ন। এখন শেখ হাসিনার প্রায়োরিটি (অগ্রাধিকার) হচ্ছে দেশের মানুষকে বাঁচানো। এখন আর উন্নয়ন না, এখন দেশের মানুষকে বাঁচাতে হবে। আজকে বিশ্ব সংকটের কারণে এবং প্রতিক্রিয়ায় বাড়তি দ্রব্যমূল্যের কারণে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। সেই লোকগুলোকে ভালো রাখার জন্যই তাদের জীবনে স্বস্তি বয়ে আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করে যাচ্ছেন।

মন্ত্রী বলেন, জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সংকট, সমাধান ও সমস্যার কথা বলবেন। সেই সঙ্গে উত্তরণের কথাও বলবেন। ময়মনসিংহ হচ্ছে আওয়ামী লীগ ও নৌকার ঘাঁটি। আওয়ামী লীগকে জয়লাভ করাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহবাসীর সমর্থন চাইবেন।

ময়মনসিংহবাসীর জন্য নতুন কোনো খবর আছে কি না, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিভাগ হয়েছে, সিটি করপোরেশন হয়েছে। ময়মনসিংহের যেদিকেই তাকান শুধু রাস্তা-ব্রিজ। এরকম রোড কানেক্টিভিটি ময়মনসিংহের ইতিহাসে কখনো হয়নি। ময়মনসিংহবাসীর চাওয়ার কিছু নেই। সবকিছুই হয়েছে। আগামী নির্বাচন হলে তারপর নতুন করে যদি কোনো দাবি থাকে সেটি দেখা হবে। এখন আর কোনো উন্নয়ন নয়। এই বৈশ্বিক সংকটে এখন শেখ হাসিনার প্রায়োরিটি হচ্ছে দেশের মানুষকে বাঁচানো।

জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে জনসভায় ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুর থেকে অন্তত ১২ লাখ লোকের সমাগম হবে বলে আশা প্রকাশ করছেন নেতারা।

কালের আলো/ডিএস/এমএম