গুলিস্তানে বিস্ফোরণে নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর

প্রকাশিতঃ 11:20 am | March 08, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ঢাকার গুলিস্তানের সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণে নিহত ১৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে৷

বুধবার (০৮ মার্চ) এ তথ্য জানান গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ ও হতাহতদের জন্য ঢাকা জেলা প্রশাসনের সহায়তা কেন্দ্র ও কন্ট্রোল রুমে দায়িত্বরত এসিল্যান্ড (ক্যান্টনমেন্ট রেভিনিউ) কাওসার হামিদ৷

এর আগে মঙ্গলবার (০৭ মার্চ) রাত ২টা পর্যন্ত ১৬ জনের মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহমান বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মুমিনুর রহমানের উপস্থিতিতে স্বজনদের আবেদন পাওয়ার পর সুরতহাল করে ময়নাতদন্ত ছাড়াই ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আপাতত ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি এ দুর্ঘটনায় গুরুতর আহত প্রত্যেককে ২৫ হাজার টাকা এবং আহতদের ১৫ হাজার টাকা করে দেওয়ার প্রক্রিয়া চলছে।’

এর আগে মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে বহুতল ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন শতাধিক ব্যক্তি।

কালের আলো/এসবি/এমএম