জয়পুরহাটে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৫
প্রকাশিতঃ 12:29 pm | February 13, 2023

কালের আলো প্রতিবেদক:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মালোপাড়ায় অটোরিকশাকে ট্রাকের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন সিএনজিচালিত অটোরিকশাটির চালক। বাকি চারজন অটোরিকশার যাত্রী বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম পাঁচজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পর তিনজনের মৃত্যু হয়েছে।
কালের আলো/ডিএস/এমএম