কখনোই সিঙ্গেল ছিলেন না নুসরাত ফারিয়া

প্রকাশিতঃ 6:25 pm | February 07, 2023

শোবিজ ডেস্ক, কালের আলো:

ব্যক্তিগত ইস্যুতে নুসরাত ফারিয়া খবরের শিরোনাম হয়েছেন, এমনটা খুব কমই ঘটেছে। সবসময় তিনি কাজকেই প্রাধান্য দিয়েছেন, পেশাগত জীবনের উপাখ্যানই তুলে ধরেছেন সবার সামনে। সেই ফারিয়াই জানালেন, ১৫ বছর বয়স থেকে দু’মাস আগ অব্দি কখনোই সিঙ্গেল ছিলেন না! অর্থাৎ সর্বদাই প্রেমে যুক্ত ছিলেন।

তথ্যটা বেরিয়ে এলো নায়িকার প্রথম প্রেমের স্মৃতিচারণের সূত্রে। নুসরাত ফারিয়া বলেন, ‘আমি প্রথম প্রেম করেছিলাম ১৫ কিংবা ১৬ বছর বয়সে। ছোটকালের প্রেম। নীল কালিতে ছেলেটা আমাকে চিঠি লিখেছিলো, সেখানে খুব সুন্দর একটা গান লেখা ছিলো। আমি ভাবলাম, বাহ ছেলেটা তো কবি! কারণ আমি তখন গানটা সম্পর্কে জানতাম না। ওই সময় থেকে গেলো ৩ ডিসেম্বর পর্যন্ত, আমি আমার জীবনে একদিনও সিঙ্গেল ছিলাম না।’

ফারিয়া নিশ্চিত করলেন, এখন তিনি পুরোপুরি সিঙ্গেল। তার দাবি, ‘দুই মাস চলছে, আমি সিঙ্গেল এবং এই সময়টাকে আমি দারুণ উপভোগ করছি। এক প্রেম থেকে আরেক প্রেম, সর্বশেষ প্রেমটা দশ বছর ছিলো। কিন্তু সিঙ্গেল থাকার যে অন্যরকম স্বাদ আছে, এটা আমি বুঝতাম না। এখন আমি পুরো জিনিসটা উপভোগ করছি, একা থাকার মজাটা অন্যরকম।’

এই ফাঁকে জানা জরুরি, রনি রিয়াদ রশিদ নামের এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে জড়িয়ে ছিলেন নুসরাত ফারিয়া। ২০২০ সালের ২১ মার্চ তারা বিয়ের জন্য আংটি বদলও করেছিলেন। তবে গেলো ডিসেম্বরের ৮ তারিখে নায়িকা জানান, ‘বিয়েটা করছি না’।

এবার আরও স্পষ্টভাবে নিশ্চিত করলেন যে, রনির সঙ্গে তার বিয়ে তো দূর, প্রেমও আর নেই।

বিয়ে না করার প্রসঙ্গে ফারিয়ার দৃঢ় মন্তব্য, ‘যে কারোর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বিয়ে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত; কেউ একবার নেয়, কেউ একাধিকবার নেয়। এটা আসলে এমন একটি সিদ্ধান্ত যেটা খুব ভেবে, চিন্তা করে, সচেতনভাবে নিতে হয়। আমি এখন যে অবস্থানে আছি, সেখান থেকে মনে হচ্ছে আমি এখনও বিয়ের জন্য প্রস্তুত নই। নিকট ভবিষ্যতেও প্রস্তুত হবো না। আমি কাজেই মনোযোগ দিচ্ছি। সত্যি বলতে, আশেপাশে এতো বেশি বিচ্ছেদ দেখি, তাতে একপ্রকার ভয় পাই।’

২৯ বছরের জীবনে নুসরাত ফারিয়া ভালোবাসার নানা রঙ দেখেছেন। সেসব অভিজ্ঞতা থেকে তার কাছে ভালোবাসা আসলে কেমন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভালোবাসা হলো পারস্পরিক সম্মানের বিষয়। এমন দেখা যায়, একজন পারফেক্ট মানুষকে খোঁজা, যার সব গুণে টিক মার্ক দেওয়া আছে; ওটা আসলে ভালোবাসা না। পারফেক্ট নয়, এমন একজনের সঙ্গে থেকে তাকে পারফেক্ট বানানোই হলো ভালোবাসা। রেডিমেড কাউকে তো খুঁজে পাবো না। কিন্তু যাকে আমি পাবো, যার প্রতি আমার ওই অনুভূতি আসবে যে, তাকে আমি সারাজীবন সম্মান করতে চাই, তাকে আমার জীবনের অংশ করতে চাই, তার মধ্যে খারাপ কিছুও থাকবে; এই দুটো বিষয়ের সমন্বয়কে নিজের মতো করে গ্রহণ করা এবং সেটাকে চালিয়ে নেওয়া ভালোবাসা।’

ব্যক্তিগত এবং পেশাগত জীবনের এমন নানান বিষয় নিয়ে সোমবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলকাতা থেকে লাইভ শো ‘মামানামা-আউট অব দ্য বক্স’-এ যুক্ত হয়ে কথাগুলো বলেছেন নুসরাত ফারিয়া।

এতে যুক্ত হয়ে ফারিয়া শুধু প্রেমের গল্পই করেননি, মনখুলে বলেছেন ঢাকা আর কলকাতার নানান গল্প, ক্যারিয়ার ভাবনা, ফেলে আসা দিনের কথা, গান নিয়ে পরিকল্পনা প্রভৃতি।

কালের আলো/এমএইচ/এসবি