কুমিল্লার হয়ে ঝড় তুলতে আসছেন রাসেল ও নারিন

প্রকাশিতঃ 6:49 pm | February 06, 2023

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আজ রাতেই ঢাকায় আসছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। দুজনই খেলবেন বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে।

সোমবার রাতেই ক্যারিবিয়ান দুই তারকা সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল যোগ দিচ্ছেন কুমিল্লা শিবিরে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার মিডিয়া ম্যানেজার খান নয়ন। জানা গেছে, দলে যোগ দিয়ে পরের দিন মঙ্গলবার বরিশালের বিপক্ষে মাঠে নামবেন রাসেল-নারিনরা।

এদিকে মোহাম্মদ রিজওয়ান-খুশদিল শাহরা ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে ইতোমধ্যে বাংলাদেশ ছেড়েছেন। পাকিস্তানিরা চলে গেলেও কুমিল্লা দলের সঙ্গে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আরো দুই ক্রিকেটার জনসন চার্লস ও চ্যাডউইক ওয়ালটন।

কালের আলো/এইচ/এসবি