মাশরাফীবিহীন ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে সিলেট
প্রকাশিতঃ 6:26 pm | February 04, 2023

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
খুলনা টাইগার্সের বিপক্ষে শেষ ম্যাচ খেলার সময় হাঁটুর ইনজুরিতে ভুগতে দেখা গেছিলো সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে। এই ক্রিকেটার খুলনার বিপক্ষে বোলিং এবং ফিল্ডিং করার সময় খুঁড়িয়ে হাঁটছিলেন, যা দৃষ্টি এড়ায়নি কারোই।
ফলে এই ক্রিকেটার এবং সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ককে নিয়ে কোনো রিস্ক নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। বিশ্রাম দিয়েছে মাশরাফী বিন মোর্ত্তজাকে। অধিনায়ককে ছাড়া আজ মাঠে নামছে দলটি। অবশ্য মাশরাফীর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।
মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিলেট আজ মাঠে নেমেছে রংপুর রাইডার্সের বিপক্ষে। দুই দলেরই প্লে অফ নিশ্চিত হয়ে গেছে। এই মুহূর্তে দুই দল শীর্ষ দুইয়ে থাকার লড়াইয়ে লড়ছে।
যে লড়াইয়ে টস জয়ে শুরু করেছে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। টসে জিতে দলটি শুরুতে ফিল্ডিং করতে বেছে নিয়েছে।
এই ম্যাচের একাদশে দুই দলই পরিবর্তন এনেছে। রংপুর রাইডার্স প্রথমবারের মতো খেলতে নামিয়েছে অ্যারন জোন্সকে। অন্যদিকে সিলেট তাদের নতুন সাইনিং বিদেশি রিক্রুট মোহাম্মদ ইরফানকে মাঠে নামিয়েছে। এছাড়াও সুযোগ মিলেছে নাবিল সামাদের।
সিলেট স্ট্রাইকার্স একাদশ: মুশফিকুর রহিম (অধিনায়ক), টম মুরস, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, তৌহিদ হৃদয়, থিসারা পেরেরা, মোহাম্মদ ইরফান, রেজাউর রাজা, রুবেল হোসেন, নাবিল সামাদ, রায়ান বার্ল।
রংপুর রাইডার্স একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাইম শেখ, রনি তালুকদার, শেখ মেহেদী, শামীম পাটওয়ারি, হাসান মাহমুদ, রবিউল হক, অ্যারন জোন্স, শোয়েব মালিক, হারিস রউফ, আজমতউল্লাহ ওমরজাই।
কালের আলো/এমএইচ/এসবি