রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
প্রকাশিতঃ 12:31 pm | February 02, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত হলেন এক দম্পতি। এরা হলেন আব্দুল মজিদ শিকদার (৭২) ও তাসলিমা আক্তার (৪৭)।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ভাটারা থানাধীন সাঈদনগরে এ বিস্ফোরণ ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, রান্না করা অবস্থায় কিচেন রুমের গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস নির্গত হয়ে বিস্ফোরণে দগ্ধ হয়ে তারা মারা যান।
এ বিষয়ে ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আল ইমাম রাজন বলেন, সকালে সাইদনগর এলাকার একটি বহুতল ভবনের নিচ তলা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
কালের আলো/এমএইচ/এসবি