ওজন কমানোর কারণ জানালেন রুনা খান

প্রকাশিতঃ 5:06 pm | January 31, 2023

শোবিজ ডেস্ক, কালের আলো:

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের অভিনেত্রী রুনা খান। ওজন কমিয়ে প্রায় প্রতিদিনই এখন নতুনরূপে ক্যামেরায় ধরা দিচ্ছেন রুনা খান। এই নিয়ে যেমন প্রশংসা কুড়াচ্ছেন, সেভাবে আবার হলেও সমালোচনার শিকার হচ্ছেন।

রুনা খান বলেন, ওজন কমানোর বিষয়টি সামনে আসলে এখন বিব্রত হয়ে যান। ওজন কমাতে কাউকে প্রেরণা মনে করেননি রুনা খান। নিজের জন্যই নিজে কাজটি করেছেন বলে জানালেন।

এই বিষয়ে রুনা খান আরও বলেন, ‘আমি আমার জায়গায় বলতে পারি যে, একজন মানুষ হিসেবে সুস্থ থাকার জন্যই ফিট থাকার চেষ্টা করা। আর আমি মনে করি, এটা একটা ভালো চেষ্টা। আমি অনেকদিন চেষ্টা করে পারিনি সেটা। অতঃপর পেরেছি গত বছরে। এটা আসলে একেবারেই আমার নিজের সুস্থতার জন্য চেষ্টা। আমার সেই চেষ্টা যদি কাউকে অনুপ্রাণিত করে তাহলে সেটা বাড়তি পাওনা।’

আগের রুনা নাকি এখনকার মেদহীন রুনা, কাকে বেশি ভালো লাগে এমন প্রশ্ন রাখতেই রুনা বলেন, ‘আমার কাছে আমাকে যেমন দুই বছর আগেও ভালো লাগত, এখনকার আমিকেও ভালো লাগে। এমন হতেও পারে অনেকের কাছে দুই বছর আগের আমিকে ভালো লাগত না। এখনকার আমিকেও ভালো লাগছে না। একটা মানুষকে সবার ভালো লাগবে সব অবস্থায় ভালো লাগবে সেটা ভাবার কিছু নেই। তবে আমার আমিকে আমার কাছে ভালোই লাগে।’

ওজন কমানো বা সুস্থ থাকতে কোনো টিপস দেবেন কি না, এই বিষয়ে বলেন ‘টিপসের কিছু নেই। আমার ধারণা, আমরা সবাই অনেক জানি, বুঝি অনেক বিষয়ে সচেতন। এই তো নিজের মতো করে জেনে-বুঝে কাজ করলেই হয়ে যাবে।

কালের আলো/এমএইচ/এসবি