সেনা স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন করলেন সেনা প্রধান

প্রকাশিতঃ 4:31 pm | December 11, 2018

বিশেষ সংবাদদাতা, কালের আলো :
ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সেনা স্বাস্থ্যসেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকালে তিনি এই স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল-করিম শাম্মী স্বাক্ষরিত এক প্রেস নোটে এই তথ্য জানানো হয়।

আরো পড়ুন:
সকল পেশাজীবীদের সুসংহত ঐক্যমতের গুরুত্ব প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার


প্রেস বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, সিএমএইচ সমূহের প্রাধিকারভূক্ত রোগীরা এই সেবা গ্রহণ করতে পারবেন। এই সেবা কার্যক্রম দিন রাত ২৪ ঘন্টা যে কোন সময় গ্রহণ করা যাবে।

এছাড়াও নন-কমিউনিকেবল ডিজিজ যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস, হƒদরোগ, কিডনী রোগ, ক্যান্সার প্রভৃতি রোগে করণীয় এবং পরামর্শ এসএমএস’র মাধ্যমে সকলকে অবহিত করা হবে।

কালের আলো/এএইচএ/এই

Print Friendly, PDF & Email