ময়মনসিংহে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১৯
প্রকাশিতঃ 12:03 am | January 19, 2023

ময়মনসিংহ প্রতিবেদক :
ময়মনসিংহে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১৯ আসামি গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
আটককরা হলেন- কবির, জাহিদুল ইসলাম, রিয়াজুল ইসলাম সোহাগ, রশিদ, কাওসার আহেম্মেদ তুষার, মোছাঃ রেহেনা আক্তার, লিমন, মোহাম্মদ আলী, মোঃ ছাবেদ আলী, শফিকুল, রিয়াদুল ইসলাম সোহাগ, তুষার, টুলটুল, কবির হোসেন, রাকিব হোসেন, জনি, আনোয়ার মাহমুদ রুবেল ও রাজিব।
বুধবার (১৮ জানুয়ারি) সকাল পর্যন্ত পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা স্যারের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক, চুরি-ছিনতাই প্রতিরোধসহ অপরাধীদের আইনের আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গত ২৪ ঘন্টায় বিভিন্ন মামলায় ১৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
কালের আলো/এসবি/এমএম