হাড় কাঁপানো শীতে রাজশাহীর জনজীবন বিপর্যস্ত
প্রকাশিতঃ 11:41 am | January 11, 2023

কালের আলো প্রতিবেদক:
হাড় কাঁপানো শীতে জবুথবু অবস্থা হয়েছে রাজশাহীর সাধারণ মানুষের। বুধবার (১১ জানুয়ারি) রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আকাশে হালকা মেঘ ও কুয়াশা রয়েছে। মেঘ ও কুয়াশা কেটে গেলে শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
রাজশাহীতে চলতি মৌসুমে সর্বনিম্ন ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে পৌষের হাড় কাঁপানো শীতে কাঁপছে মানুষ।
বুধবার (১১ জানুয়ারি) সকালে ওই তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে গত রোববার সকালে রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৫ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সূর্যের দেখা মিলেছে। একই সঙ্গে ওই তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে উত্তরের হিমেল হাওয়া বইতে থাকায় শীত বেড়েছে।
কালের আলো/এমএইচ/এসবি