আবারো উপস্থাপনায় সোনিয়া
প্রকাশিতঃ 11:51 am | January 31, 2018
শোবিজ ডেস্ক:
কিছুদিন আগে বিয়ে করেছেন মডেল, অভিনেত্রী, উপস্থাপিকা সোনিয়া হোসেইন। বিয়ের সময় তিনি বলেছিলেন, বিয়ের পর অভিনয়ের চেয়ে উপস্থাপনাতে বেশি ব্যস্ত হবার চেষ্টা করবেন। হলোও ঠিক তাই। বিয়ের পরপরই উপস্থাপনা শুরু করেছেন সোনিয়া।
এনটিভিতে প্রচার চলতি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘রঙ্গিন পাতা’র উপস্থাপনা শুরু করেছেন তিনি। এরইমধ্যে সোনিয়া পাঁচটি পর্বের রেকর্ডিং-এ অংশ নিয়েছেন বলে জানালেন। আগামী কিছুদিন পরই সোনিয়ার উপস্থাপনায় ‘রঙিন পাতা’য় যাদের দেখা যাবে তারা হচ্ছেন কবির বকুল-তপন চৌধুরী, সৈকত সালাহ উদ্দিন-মিশা সওদাগর, মাহমুদ মানজুর-সোহানা সাবা, আবু সুফিয়ান-রুনা খান, শিমুল-তানহা তাসনিয়া।
সোনিয়া বলেন, এই ধরনের অনুষ্ঠান উপস্থাপনা এবারই প্রথম করছি। সত্যি বলতে কী যেহেতু সাংবাদিক শিল্পীদের অংশগ্রহণের একটি অনুষ্ঠান, তাই সময়টা দারুণ উপভোগ করছি আমি। এনটিভি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ আমাকে এমন একটি অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত করার জন্য।’
রঙিন পাতা’ গ্রন্থনা ও গবেষনা করছেন নাইস নূর। প্রযোজনা করছেন কাজী মোস্তফা। সোনিয়া আরো জানান, ‘নাগরিক’ টিভির একটি অনুষ্ঠানের উপস্থাপনার কাজ আসছে ভালোবাসা দিবসের পর শুরু করতে যাচ্ছেন।
আগামী ২ ফেব্রুয়ারি সোনিয়া ইন্দোনেশিয়ার বালি যাচ্ছেন হানিমুনে। সেখান থেকে ফিরবেন ১০ ফেব্রুয়ারি। গত ৫ জানুয়ারি শামীম আহমেদ স্টিভ ও সোনিয়া হোসেইন বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ৪ জানুয়ারি বৃহস্পতিবার বাদ যোহর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় সোনিয়ার বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সোনিয়া ও স্টিভের আকদ সম্পন্ন হয়।
সোনিয়ার বর স্টিভ বেসরকারি প্রাইভেট এয়ারলাইনস এয়ার এরাবিয়াত’-এ কর্মরত। সোনিয়া বলেন, সবার কাছে শুধু এইটুকু দোয়া চাই যেন আমরা সারাটা জীবন একসঙ্গে সুখে-দুঃখে কাটিয়ে দিতে পারি। ভালো থাকতে পারি। স্টিভ আমার জীবনের আশীর্বাদ হয়ে এসেছে। এই আশীর্বাদকে সঙ্গে নিয়েই বাকীটা জীবন কাটিয়ে দিতে চাই।
২০০৩ সালে ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় শীর্ষ পাঁচজনে ছিলেন গাইবান্ধার মেয়ে সোনিয়া। ২০০৫ সালে তিনি গিয়াস উদ্দিন সেলিমের নির্দেশনায় ‘প্রেমে পড়ার গল্প’ নাটকে প্রথম অভিনয় করেন। তার একমাত্র অভিনীত চলচ্চিত্র আলভী আহমেদ পরিচালিত আরশাদ আদনান প্রযোজিত ‘ইউটার্ন’। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন শিপন মিত্র।