চাঁপাইনবাবগঞ্জে মেডিক্যাল কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
প্রকাশিতঃ 12:26 pm | October 05, 2017
চাঁপাইনবাবগঞ্জে দিলারা খাতুন (২০) নামে মেডিক্যাল কলেজের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দিলারা খাতুন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর আবু রাজপাড়া গ্রামের এমরান হোসেনের মেয়ে ও রাজশাহী শাহমখদুম বেসরকারি মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
নিহতের বড় ভাই ইউসুফ আলী জানান, কয়েকদিন আগে ছুটি কাটাতে বাড়ি আসে দিলারা। কিন্তু শনিবার দুপুরে নিজ ঘরে গলায় ওড়না পেঁচানো মরদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে থানায় খবর দিলে বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। সদর মডেল থানার ওসি সাবের রেজা আহম্মেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।