ক্রিকেট ক্যারিয়ারে প্রথমবার বল করলেন লিটন দাস

প্রকাশিতঃ 3:32 pm | December 16, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

চা পানের বিরতি শেষে দুই দলই মাঠে প্রবেশ করল। মিনিট দুয়েকের মধ্যে দেখা গেল আম্পায়ারের পাশে বল হাতে দাঁড়িয়ে আছেন লিটন দাস।

তখনো জল্পনাকল্পনা ছিল দলের তারকা ব্যাটার বল করবেন কি না। তবে সবাইকে অবাক করে দিয়ে ঠিকই ৪০তম ওভারে বল হাতে তুলে নিলেন লিটন।

সাগরিকার জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে তখন ব্যাট হাতে লড়ছিলেন শুভমান গিল এবং চেতেশ্বর পূজারা। নিজের প্রথম ওভারে লিটন বল করেছেন ভারতীয় এই দুই ব্যাটারকে। তবে এই ওভারে দেননি কোনো বাউন্ডারি, রান দিয়েছিলেন স্রেফ দুটো।

ঠিক এক ওভার বাদে বল হাতে আবারো আসেন লিটন। এবার অবশ্য ভাগ্যটা অত সুপ্রসন্ন হলো না। শুভমান গিল লং অনের ওপর দিয়ে উড়িয়ে মেরে আদায় করে নিয়েছেন ৬ টি রান।

সব মিলিয়ে ২ ওভার হাত ঘুরিয়ে লিটন রান দিয়েছেন ১৩। সাগরিকায় এই মুহূর্তে বড় লিডের পথেই আছে ভারত। ইতোমধ্যে লিড ছাড়িয়েছে ৪০৯ রান।

আন্তর্জাতিক ক্রিকেটে এবারই প্রথম বল হাতে তুলে নিলেন লিটন। তবে পুরো ক্যারিয়ারে বল হাতে তাকে আরও একবার দেখা গেছে। ৩ ওভার বল করে তিনি সেদিন দিয়েছিলেন ১৪ রান।

কালের আলো/এমএইচ/এসবি