মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব হলেন আজহারুল ইসলাম
প্রকাশিতঃ 11:24 am | December 16, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহকারী সচিব স. ম. আজহারুল ইসলাম। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের একান্ত সচিব স. ম. আজহারুল ইসলামকে মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
কালের আলো/এসবি/এমএম