পানিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব নাজমুল আহসান

প্রকাশিতঃ 3:37 pm | December 11, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান নাজমুল আহসান পানিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।

রোববার (১১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা নাজমুল আহসানকে পদোন্নতির পর এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্য আদেশে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দায়িত্ব চালিয়ে আসা কবির বিন আনোয়ারকে মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

কালের আলো/এসবি/এমএম