সিয়ামকে চুমুর দিয়ে চড় পেলেন সুনেরাহ, ভিডিও ভাইরাল

প্রকাশিতঃ 8:52 pm | November 24, 2022

শোবিজ ডেস্ক, কালের আলো:

হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। তাতে সিয়াম ও সুনেরাহকে দেখা গেছে। ভিডিওতে সুনেরাহকে চড় মারেন সিয়াম! তাতেই চোখ আটকে গেছে নেটিজেনদের।

৩০ সেকেন্ডের ভিডিওতে গানের তালে কোমর দুলাতে দেখা গেছে সুনেরাহকে। পাশে দাঁড়িয়ে সিয়াম। জেমসের ‘দুষ্টু ছেলের দল’ গানটি শোনা যাচ্ছে ভিডিওতে।

ছড়িয়ে পড়া ভিডিওর ১৯ সেকেন্ডে সিয়ামকে জড়িয়ে চুমু খান সুনেরাহ। বিরক্তি প্রকাশ করেন সিয়াম। জোর করে ছাড়িয়ে দেন সুনেরাহকে। কষে চড়ও মারেন।

জানা গেছে, বুধবার (২৩ নভেম্বর) রাতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘তারুণ্যের বাংলাদেশ কনসার্ট’র ফাঁকে সিয়াম-সুনেরাহর শুটিংয়ের ভিডিও কেউ একজন ফেসবুকে পোস্ট করেন। ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে দ্রুত তা ভাইরাল হয়ে যায়।

এ ব্যাপারে সুনেরাহ গণমাধ্যমকে জানান, ‘অন্তর্জাল’ সিনেমার শুটিংয়ে তারা অংশ নিয়েছিলেন। সে সময়ের ভিডিও এটি। নির্মাতা দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ সিনেমায় জুটি বেঁধেছেন সিয়াম ও সুনেরাহ।

কালের আলো/ডিএস/এমএম