বিএনপি দেশে জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয়দাতা : তথ্যমন্ত্রী

প্রকাশিতঃ 6:27 pm | November 21, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দেশে জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয়দাতা হিসেবে বিএনপিকে অভিযুক্ত করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘সেই জঙ্গিরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। বিএনপি আরও সন্ত্রাসী কর্মকাণ্ড করার পরিকল্পনা করছে, নৈরাজ্য শুরু করেছে। তাদের আশ্রয়ে থাকা জঙ্গিরা টার্গেট কিলিংয়ের পরিকল্পনা নিয়েছে।’

সোমবার (২১ নভেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সমাবেশে এসব কথা বলেন তিনি।

শিল্পী সমাজ ও শান্তিকামী মানুষের প্রতি বিএনপিকে প্রতিরোধ করার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘‘স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে নেতৃত্ব দেওয়াদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। সম্প্রতি ঠাকুরগাঁও গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পাকিস্তান ভালো ছিল।’ একাত্তরে দেশের স্বাধীনতা তাদের পছন্দ হয়নি। এ জন্য আরেকটি যুদ্ধ করে দেশকে পাকিস্তান বানাতে চান তারা।’’

বিএনপির ১০ ডিসেম্বরের সম্ভাব্য মহাসমাবেশের বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘তারা নাকি ১০ ডিসেম্বর ঢাকা দখল করবে। বিজয়ের মাসে ঢাকা দখল করতে চায় পাকিস্তানপন্থি বিএনপি। ওই দিন তারা ঢাকা এলে একাত্তরের মতো জনগণ তাদের আত্মসমর্পণ করাবে।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন একাত্তরের শব্দসৈনিক মনোরঞ্জন ঘোষাল, একুশে পদকপ্রাপ্ত অরুপ রতন চৌধুরী, চিত্রনায়ক শাকিল খান, অরুণা বিশ্বাস, তারিন জাহান, তানভীন সুইটি প্রমুখ।

কালের আলো/বিএসবি/এমএম