ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত ২০

প্রকাশিতঃ 4:25 pm | November 21, 2022

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (২১ নভেম্বর) দেশটির পশ্চিম জাভা অঙ্গরাজ্যে কম্পনটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। এতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

শক্তিশালী কম্পনের ফলে লোকজন তাদের বাড়িঘর থেকে দৌড়ে বাইরে বেরিয়ে পড়ে। কেউ কেউ অজ্ঞান হয়ে পড়েন। কাউকে বমি করতে দেখা যায়।

ভূমিকম্পে হতাহতের পাশাশি অন্তত কয়েক ডজন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে একটি ইসলামিক বোর্ডিং স্কুল এবং একটি হাসপাতালও রয়েছে। ধসে পড়া বিভিন্ন ভবনের ধ্বংসাবশেষের নিচে আটকে পড়ে হতাহতের ঘটনা ঘটেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, সোমবারের ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পশ্চিম জাভা প্রদেশের সিয়ানজুর অঞ্চলের ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। তবে সুনামির কোনও আশঙ্কা নেই।

কালের আলো/এসবি/এমএম