সানিয়া-শোয়েবের ডিভোর্স গুঞ্জন!

প্রকাশিতঃ 11:09 am | November 13, 2022

ডেস্ক রিপোর্ট, কালের আলো:

ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জা ও পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের বিবাহ বিচ্ছেদের গুঞ্জনে উঠেছে।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকম বলছে, সানিয়া ও শোয়েবের বিবাহিত জীবনে অশান্তি চলছে এবং শিগগিরই তাঁরা বিচ্ছেদের পথে হাঁটবেন। এ যুগলের এক ঘনিষ্ঠজন এ-ও দাবি করেছেন, শোয়েব ও সানিয়ার আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়ে গেছে। এমন খবরে হতবাক দুই তারকা দম্পতির অনুরাগীরা।

পত্রপত্রিকার খবর, শোয়েব মালিক ও সানিয়া মির্জার সংসার ভাঙনের কারণ পাকিস্তানি অভিনেত্রী আয়শা ওমর। বলে রাখা ভালো, শোয়েব ও আয়শার নাম পেজ থ্রির পাতায় উঠে আসে ২০২১ সালে, যখন তাঁরা বেশ সাহসী ফটোশুট করেছিলেন। সেই বোল্ড ফটোসেশন সামাজিক পাতায় ভাইরাল হয়েছিল।

এক সাক্ষাৎকারে শোয়েব মালিক ভূয়সী প্রশংসা করেছিলেন আয়শা ওমরের। স্মরণ করেছিলেন, ওই বোল্ড ফটোশুট চলাকালে তাঁর সহায়তার কথা। আর সেখান থেকে আরও চাউর হয় গুঞ্জন। সামাজিক পাতায় এখন বারবার উঠে আসছে শোয়েব-সানিয়া-আয়শার নাম।

কালের আলো/বিএসবি/এমএন