নিজেদের দক্ষতা দিয়ে ডিএমপির সুনাম ধরে রাখতে হবে : কমিশনার

প্রকাশিতঃ 10:22 pm | November 12, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘পুলিশের দায়িত্ব হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা করা। নিজেদের মেধা কাজে লাগিয়ে আত্মমর্যাদার সঙ্গে কাজ করতে হবে। বলা হয়ে থাকে বাংলাদেশ পুলিশের বেস্ট পুলিশ অফিসাররা ডিএমপিতে কাজ করেন। নিজেদের দক্ষতা দিয়ে ডিএমপির সেই সুনাম ধরে রাখতে হবে।’

শনিবার (১২ নভেম্বর) ডিএমপির সাতজন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপারের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডিএমপি কমিশনার। কর্মকর্তাদের নতুন কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য কামনা করে তিনি এসব কথা বলেন।

সংবর্ধনাপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হোসাইন মোহাম্মদ কবির ভুইয়া, মো. কুদরত-ই-খুদা, সৈকত শাহীন, রহিমা আক্তার লাকী, মো. জাহাংগীর আলম, মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ, সাইফুল্লাহ মো. নাছির।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদায়ী কর্মকর্তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার বিষয়ে স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে সদ্য পদায়নকৃত পুলিশ কর্মকর্তাদের সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন ডিএমপি কমিশনার।

অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, যুগ্ম-পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এসবি/এমএম

Print Friendly, PDF & Email