বঙ্গবন্ধু’র সমাধিতে ডিএমপি কমিশনারের শ্রদ্ধা, মিট দ্য প্রেস সোমবার

প্রকাশিতঃ 11:02 pm | October 30, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম।

রোববার (৩০ অক্টোবর) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে সেখানে ফাতেহা পাঠ করেন ডিএমপি কমিশনার। এরপর তিনি মোনাজাতে অংশ নেন। পরবর্তীতে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক আগামীকাল সোমবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে ‘মিট দ্য প্রেস’ এ অংশ নিবেন।

এ তথ্য নিশ্চিত করে ডিএমপি’র গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন বলেন, ডিএমপি কমিশনার হিসেবে যোগদানের পর প্রথমবারের মতো কমিশনার খন্দকার গোলাম ফারুক মিট দ্য প্রেসে অংশ নিচ্ছেন। এতে তিনি ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন।

এর আগে গত ২৯ অক্টোবর ডিএমপি কমিশনার হিসেবে যোগ দেন অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক।

কালের আলো/এসবি/এমএম