ঢাকা জেলা আ.লীগের সভাপতি বেনজির, সম্পাদক তরুণ
প্রকাশিতঃ 6:09 pm | October 29, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা জেলা শাখার নতুন কমিটি সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন এই কমিটি ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
কমিটিতে সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন বেনজির আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পনিরুজ্জামান তরুণকে।
কমিটিতে পদ পাওয়া বেনজির আহমদ দেশের একজন রাজনীতিবিদ ও ব্যবসায়ী। তিনি আওয়ামী লীগের ঢাকা জেলার সভাপতির দায়িত্বে ছিলেন। ২০১৮ সালে ঢাকা-২০ আসন থেকে একাদশ জাতীয় সংসদে সদস্য নির্বাচিত হন তিনি। এছাড়া একাধিকবার বায়রার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার সন্তান পনিরুজ্জামান তরুণ। তিনি ১৯৮৮ সালে ছাত্রলীগ দিয়ে রাজনীতিতে আসেন। ১৯৯১-৯২ সালে নবাবগঞ্জ থানা ছাত্রলীগ, ১৯৯৮ সালে ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি, ২০০২ সালে কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হন। সর্বশেষ ২০১৬ সালে ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
কালের আলো/বিএস/এমএন