বরিশাল এক্স ক্যাডেট এসোসিয়েশনের বেক্সকা নাইট অনুষ্ঠিত

প্রকাশিতঃ 11:29 pm | October 28, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বরিশাল এক্স ক্যাডেট এসোসিয়েশনের আয়োজনে এনআরবিসি ব্যাংক-বেক্সকা নাইট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) ঢাকা সেনানিবাসস্থ আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনের অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধানের পক্ষে বাংলাদেশ ক্যাডেট কলেজসমুহের গভর্নিং বডির চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোশফেকুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে বেক্সকা নাইট উপলক্ষে বরিশাল ক্যাডেট কলেজের সাবেক এ্যাডজুটেন্ট এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ বার্তা প্রদান করেছেন।

আইএসপিআর জানিয়েছে, এ্যাডজুটেন্ট জেনারেল বেক্সকার প্রতি অবদানের স্বীকৃতিস্বরুপ প্রাক্তন শিক্ষক এবং বরিশাল ক্যাডেট কলেজের স্ব স্ব ক্ষেত্রে কীর্তিমান এক্স ক্যাডেটদের বেক্সকা রিকগনিশন এওয়ার্ড প্রদান করেন। বরিশাল ক্যাডেট কলেজের ৫ম ব্যাচের এক্স ক্যাডেট বিচারপতি মোঃ রিয়াজ উদ্দিন খান সহ ১ম ব্যাচের শুল্ক-গোয়েন্দা মহাপরিচালক ফখরুল আলম, ২য় ব্যাচের বিচারক মোঃ জাকির হোসেন ও ৫ম ব্যাচের কবি, কথা সাহিত্যিক ও ব্যাংকার মাসরুর আরেফিনকে বেক্সকা রিকগনিশন এওয়ার্ড প্রদান করা হয়।

এছাড়াও বরিশাল ক্যাডেট কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক মরহুম মোঃ মুফাজ্জল হোসেন এবং চারু ও কারুকলা বিভাগের প্রাক্তন শিক্ষক এসএম ওয়াহিদুজ্জামানকে এওয়ার্ড প্রদান করা হয়।

কালের আলো/এসবি/এমএম