নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার মাদারীপুরের এসপির

প্রকাশিতঃ 8:17 pm | October 12, 2022

কালের আলো প্রতিবেদক:

সকলের ঊর্ধ্বে জন-সাধারনের জান মালের নিরাপত্তা জানিয়ে মাদারীপুর জেলার নবাগত পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেছেন, পুলিশ জনগণের বন্ধু ও সেবক, একটি জেলার প্রতিটি নাগরিক অবশ্যই তা অনুভব করবে। আমি নিরপেক্ষ ভাবে কাজ করার চেষ্টা করবো।

বুধবার (১২ অক্টোবর) দুপুরে মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

এ সময় নতুন এসপি আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জেলার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, কাজের মাধ্যমে জান্নাতে যেতে চাই। রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সকল প্রকার দূর্নীতি ও জঙ্গী নির্মূলে যা যা করার, অতীতের ন্যায় আগামীতেও তা করবো।

নবাগত পুলিশ সুপার মো. মাসুদ আলম সমাজ বিরোধী কোনো কর্মকাণ্ড সংঘটিত হলে তা জেলা পুলিশ প্রশাসন অথবা জরুরি সেবা ৯৯৯ -এ কল করে জানানোর জন্য উদাত্ত আহ্বান জানান।

এছাড়াও তিনি জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যদের নিয়ে সততা ও নিষ্ঠার সাথে মানবিক ভাবে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লিমন রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মনিরুজ্জামান ফকির প্রমুখ।

কালের আলো/এসবি/এমএম