ট্রাক উল্টে ৩ শ্রমিক নিহত

প্রকাশিতঃ 10:59 am | December 02, 2018

কালের আলো প্রতিবেদক:

পাবনার সদর উপজেলায় কাঠের গুঁড়িভর্তি ট্রাক উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার নুরপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক জানান, কাঠের গুঁড়িভর্তি ট্রাকটি কাঁচপাড়া থেকে বাস টার্মিনাল এলাকায় যাচ্ছিল। উপজেলায় নুরপুর বাইপাস এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

আহত শ্রমিককে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

কালের আলো/এমএইচএ

Print Friendly, PDF & Email