লিটন ঝড়ে বড় সংগ্রহের দিকে ছুটছে বাংলাদেশ

প্রকাশিতঃ 12:32 pm | December 01, 2018

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

লিটন দাসের ঝোড়ো ইনিংসে বড় সংগ্রহের দিকে ছুটছে বাংলাদেশ। মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে ৮৩ রানের জুটি গড়ে মাত্র ৫০ বলে লিটন তুলে নেন অর্ধশতকও। ২৫৯ রান নিয়ে দ্বিতীয় দিন খেলতে নেমে বাংলাদেশ ১২৮ রান যোগ করে মধ্যাহ্ন বিরতিতে যায়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১১৫ ওভারে ছয় উইকেট হারিয়ে ৩৮৭ রান। ক্রিজে আছেন মাহমুদুল্লাহ ৭৫ ও লিটন দাস ৫৩ রানে।

লিটনের অর্ধশতক

৫০ বলে ফিফটি। ওয়ানডে ফরম্যাটেও যা অনেক সময় অসম্ভব হয়ে দাঁড়ায়। কিন্তু ঢাকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে তা করেই দেখালেন লিটন দাস। চার-ছয়ের ফুলঝুড়িতে ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক তুলে নিলেন জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। চেজ-বিশু-ওয়ারিক্যানের একের পর এক কৌশলী বল পরাস্ত করে ঠিকই গন্তব্যে পৌঁছে যান তিনি।

মাহমুদুল্লাহর হাফসেঞ্চুরি

ওয়ারিক্যানের বলে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারের ১৬তম অর্ধশতক পূর্ণ করলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ৮৮ বলে তিনি ৫০ রানের দেখা পান।

সেঞ্চুরি হাতছাড়া সাকিবের

৮০ রান করে কেমার রোচের বলে সহজ ক্যাচে সাজঘরে ফিরেন অধিনায়ক সাকিব আল হাসান। ১৩৯ বলে ৬টি চারের মারে তিনি এ রান করেন। আরেকটু দেখেশুনে খেললেই সাকিব পেয়ে যেতেন শতক।

বাংলাদেশের ৩০০

দেবেন্দ্র বিশুকে চার মেরে দলীয় ৩০০ রান পূর্ণ করেন মাহমুদুল্লাহ রিয়াদ। ২৫৯ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ।

প্রথম দিন

ভিত আগেই গড়ে দিয়ে গেছেন অভিষিক্ত সাদমান ইসলাম। এবার দায়িত্ব ছিল মিডল অর্ডার ব্যাটসম্যানদের ওপর। সে দায়িত্ব ভালোভাবেই পালন করলেন সাকিব-মাহমুদুল্লাহ। ৬ষ্ঠ উইকেটে দুজনের ৬৯ রানের জুটিতে স্বস্তিতেই প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ।

দিন শেষে বাংলাদেশ সংগ্রহ করে পাঁচ উইকেট হারিয়ে ২৫৯ রান। সাকিব আল হসান ৫৫ রানে এবং মাহমুদুল্লাহ রিয়াদ ৩১ রানে অপরাজিত ছিলেন। সর্বোচ্চ ৭৬ রান আসে সাদমান ইসলামের ব্যাট থেকে। তিনি ১৯৯ বলে ঝকঝকে ইনিংসটি খেলেন। এ ছাড়া মুমিনুল হক ও মোহাম্মদ মিথুনের ব্যাট থেকে আসে ২৯ রান করে। মুশফিকুর রহিম করেন ১৪ রান। ওপেনিংয়ে নামা সৌম্য সরকারের ব্যাট থেকে আসে ১৯ রান।

ম্যাচ প্রিভিউ

বড় চমক রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। একাদশে রাখা হয়নি কোনো পেস বোলার। বোলিং আক্রমণ সাজানো হয়েছে চার স্পিনার দিয়ে। রাখা হয়েছে বাড়তি এক ব্যাটসম্যানকে।

আজ শুক্রবার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সাকিব আল হাসান। আজ অভিষেক হয়েছে সাদমান ইসলাম অনিকের। ইমরুল কায়েসের পরিবর্তে তিনি দলে সুযোগ পেয়েছেন। বাড়তি ব্যাটসম্যান হিসেবে দলে আছেন লিটন দাস। তিনি উইকেট কিপিংয়ের দায়িত্বও পালন করবেন।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিথুন, তাইজুল ইসলাম, নাঈম হাসান।

ওয়েস্ট ইন্ডিজ দল : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), কিয়েরন পাওয়েল, শাই হোপ, শিমরন হেটমায়ার, রোস্টন চেজ, সুনীল আমব্রিস, শেন ডাউরিচ, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, জোমেল ওয়ারিকান,শিরমন লুইস।

কালের আলো/পিডি/এমএইচএ