ক্যামডেনে সেরা সিনেমা ‘অন্যদিন…’
প্রকাশিতঃ 5:38 pm | September 20, 2022

শোবিজ ডেস্ক, কালের আলো:
উত্তর আমেরিকার অন্যতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘ক্যামডেন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল’। এ উৎসবের ১৮তম আসরে সেরা চলচ্চিত্রের জন্য হ্যারেল অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশের কামার আহমাদ সাইমনের সিনেমা ‘অন্যদিন…’।
এ বছর বিশ্বের মোট ৮টি সিনেমা হ্যারেল অ্যাওয়ার্ডের জন্য প্রতিযোগিতা করে। এগুলোর প্রদর্শনী শেষে সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে দেওয়া হয় পুরস্কার। যেখানে সরাসরি হাজির ছিলেন নির্মাতা কামার ও প্রযোজক সারা আফরিন।
উৎসবে অংশ নেওয়া স্বনামধন্য চলচ্চিত্র সমালোচক এরিক হাইনস জুরিদের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ‘অন্যদিন…’ প্রসঙ্গে বলেন, ‘এই সিনেমাকে শ্রেষ্ঠ পুরস্কার দেওয়ার ব্যাপারে আমরা জুরিরা সবাই একমত ছিলাম। একটা গোটা সমাজের শক্তিশালী ও চমৎকার পর্যবেক্ষণ রয়েছে এতে।’
ক্যামডেনের পর প্রযোজক সারা আফরীনসহ ইউরোপের অন্যতম চলচ্চিত্র উৎসব জুরিখ ইন্টারন্যশনাল ফিল্ম ফেস্টিভালের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা। যেখানে ‘গোল্ডেন আই’ পুরস্কারের লড়াইয়ে আছে ‘অন্যদিন…’।
উল্লেখ্য, তরুণ-মেধাবী নির্মাতা কামার আহমাদ সাইমন। ২০১২ সালে ‘শুনতে কি পাও’ সিনেমা দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। তার নির্মিত সেই সিনেমা আন্তর্জাতিক অঙ্গনে বেশ কিছু সম্মানজনক পুরস্কার জিতেছিল। সেই থেকে কামারকে নিয়ে দেশের দর্শক-সমালোচকদের প্রত্যাশাও অনেক।
কালের আলো/এমএইচ/এসবি