নেপালের পশ্চিমাঞ্চলে ভূমিধসে নিহত ১৪
প্রকাশিতঃ 8:39 pm | September 17, 2022

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
তুমুল বৃষ্টিপাতের কারণে নেপালের আচ্ছাম জেলায় সৃষ্ট ভূমিধসে ১৪ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।
শনিবার (১৭ সেপ্টেম্বর) দেশটির কর্মকর্তারা ও পুলিশের মুখপাত্র দান বাহাদুর কার্কি জানিয়েছেন, রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় সাড়ে ৪০০ কিলোমিটার পশ্চিমে আচ্ছাম জেলায় স্থানীয় সময় শনিবার এ দুর্ঘটনা ঘটে। তুমুল বৃষ্টিপাতের কারণে এ ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় গণমাধ্যমের ফুটেজে নিখোঁজদের সন্ধানে উদ্ধারকর্মীদের মরিয়া তৎপরতা চালাতে দেখা গেছে। নিখোঁজ ১০ জন ধ্বংসাবশেষের নিচে আটকা পড়েছেন বলে মনে করছেন কর্মকর্তারা।
কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে আহতদের দ্রুত কাছাকাছি একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
রয়টার্সের ওই সংবাদে বলা হয়, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলা বর্ষাকালে নেপালের পার্বত্যাঞ্চলে প্রায়ই আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা যায়।
সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত আকস্মিক বন্যা ও ভূমিধসে দেশটিতে অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন ১২ জন।
কালের আলো/এমএইচ/এসবি