জ্যোতিকা জ্যোতির নতুন সিনেমা, ছড়াবে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা

প্রকাশিতঃ 5:57 pm | September 13, 2022

শোবিজ ডেস্ক, কালের আলো:

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি অভিনীত ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমাটি গেলো বছরে মুক্তি পেয়েছে। নুরুল আলম আতিকের সেই সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। এবার জানালেন নতুন সিনেমায় কাজ করতে যাচ্ছেন।

ছবিটির নাম ঠিক না হলেও এর নাম ভূমিকায় অভিনয় করবেন জ্যোতি। সিনেমার নাম বা গল্প বলতে নারাজ এ অভিনেত্রী।

তবে সিনেমাটি সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনের গল্প বলবে বলে জানিয়েছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।

এতে জ্যোতির বিপরীতে অভিনয় করবেন রাজীব সালেহীন। সিনেমায় রত্না নামের চরিত্রে অভিনয় করবেন জ্যোতি। এটি তার ক্যারিয়ারের ১২তম সিনেমা হতে যাচ্ছে।

সিনেমার গল্প প্রসঙ্গে জ্যোতি বলেন, ‘আগে গ্রামে বিভিন্ন ধর্মালম্বী মানুষ বেশ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিলেমিশে বাস করতেন। এই সিনেমার গল্পে তা ফুটে উঠবে।’

বর্তমানে সিনেমার সকল শিল্পীরা রিহার্সেল করছেন। এ ধরনের অভিজ্ঞতা জ্যোতির জন্য প্রথম। অভিনেত্রী বলেন, ‘এত লম্বা সময় ধরে কোনো সিনেমার জন্য রিহার্সেল আমার জন্য প্রথম। আমাদের সঙ্গে সব তারকা শিল্পীরা রিহার্সেলে অংশ নিচ্ছেন।’

জ্যোতি, রাজীব সালেহীন ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন জাকিয়া বারী মম, দীপান্বিতা মার্টিন, আবুল হায়াত, খাইরুল আলম সবুজ, মনিরা ইউসুফ মেমী, কনক আদিত্য ও মিশা সওদাগর।

কালের আলো/এসবি/এমএম