চমক নিয়ে বিগ বসে আসছেন সালমান খান
প্রকাশিতঃ 10:50 am | September 13, 2022

শোবিজ ডেস্ক, কালের আলো:
ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বসের নতুন সিজন নিয়ে হাজির হচ্ছেন সালমান খান। প্রতিযোগী কারা, থিম কী, সেসব কিছুই এখনো জানা যায়নি। তবে প্রকাশ্যে এলো বিগ বস সিজন ১৬ এর ঝলক।
রোববার প্রকাশিত প্রোমোতে দেখা যায়, এবার সঞ্চালক নয় নতুন রূপে দেখা যাবে এ বলিউড সুপারস্টারকে।
বিগ বসের আগের সিজনের ঝলক দিয়ে শুরু হয়েছে নতুন টিজার। সেখানে উপস্থাপক ভাইজানকে বলতে শোনা যায়, এত দিন দর্শক প্রতিযোগীদের খেলা দেখেছে। তবে এবারের সিজনে বিগ বস নিজে খেলবেন।
প্রোমো শেয়ার করা পোস্টে সালমান খান লেখেন, ১৫ বছর ধরে বিগ বস সবার গেম দেখছেন, এবার বিগ বস নিজের গেম দেখাবেন। কারণ এইবার বিগ বস নিজেই খেলবেন।
আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে প্রচার হওয়ার কথা রয়েছে এ শোটি।
কালের আলো/এমএইচ/এসবি