সবাই আমার ওজন নিয়ে চিন্তিত: দীঘি
প্রকাশিতঃ 12:59 pm | September 12, 2022

শোবিজ ডেস্ক, কালের আলো:
অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি পর্দার চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি নিয়মিত। যতটা না আলোচনায় থাকেন কাজের খবর দিয়ে তার চেয়ে বেশি থাকেন অন্যান্য বিষয়ে। সম্প্রতি এই অভিনেত্রীর ওজন নিয়ে বেশ সরব নেটিজেনরা। বিভিন্ন পোস্টের মন্তব্যের ঘরে গিয়ে তাকে ওজন কমানোর উপদেশ দেন তারা। এ নিয়ে তিনি বিরক্তি প্রকাশ করলেন নেট দুনিয়ায়।
রোববার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন দীঘি। সেখানে লিখেছেন, ‘সবাই আমার ওজন নিয়ে এতটাই চিন্তিত যে, তারা আক্ষরিক অর্থেই ভুলে গেছে আমি আসলে একজন অভিনেত্রী যার কাজ মূলত অভিনয় করা, জিম প্রশিক্ষক নয়।’
দীঘির এই পোস্টের মন্তব্যের ঘরে এসে অনেকেই তাকে সমর্থন জানিয়েছেন। অভিনেত্রী নুসরাত ফারিয়াসহ অনেকে তাকে এসবে পাত্তা দিতে না করেছেন।
শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রাঙ্গনে নাম লিখিয়েছিলেন দীঘি। একরত্তি বয়সেই অভিনয় দিয়ে মন জয় করেছিলেন সবার। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে বড় বেলায় এসে পর্দায় নিজেকে তিনি মেলে ধরতে পারেননি সেভাবে।
কালের আলো/এমএইচ/এসবিআর